1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইটভাটায় নারী শ্রমিক ধর্ষণের অভিযোগ, আটক ২ | যশোর জার্নাল কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ও ফ্ল্যাট বাড়ি জব্দ | যশোর জার্নাল যশোরে টয়লেটে নবজাতকের নিথর দেহ, ইবনে সিনা হাসপাতাল ঘিরে তোলপাড় | যশোর জার্নাল কেশবপুরে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার | যশোর জার্নাল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে | যশোর জার্নাল র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব | যশোর জার্নাল যশোরে শিক্ষার্থী অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড | যশোর জার্নাল শার্শায় ‘মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | যশোর জার্নাল যশোরে গ্লোবাল টিভির সাংবাদিককে হত্যার হুমকি | যশোর জার্নাল যশোরে নড়াইল এক্সপ্রেস পরিবহন অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার | যশোর জার্নাল

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উপমহাদেশে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পরিস্থিতির প্রেক্ষিতে করাচি উপকূল থেকে সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২৪ থেকে ২৫ এপ্রিলের মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা হতে পারে।

তবে বিষয়টি নিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এ ঘটনাপ্রবাহের ওপর নজর রাখছে বলে জানা গেছে।

কাশ্মীরের হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি সংগঠন, যা লস্কর-ই-তৈয়বার একটি শাখা বলে মনে করা হয়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সংগঠনটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সহায়তায় সক্রিয়।

এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র (সিসিএস) জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, হামলার পেছনে সীমান্ত পাড়ি দিয়ে সন্ত্রাসে মদদের বিষয়টি বৈঠকে গুরুত্বসহকারে আলোচিত হয়। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই এই হামলা ঘটেছে—যা একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

ভারতের নেওয়া কঠোর পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে:

১. ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত। ২. আটারি সীমান্ত চেকপোস্ট বন্ধ এবং বৈধভাবে ভারতে থাকা পাকিস্তানিদের নির্ধারিত সময়ের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ। ৩. সার্কভুক্ত ভিসা সুবিধা বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের নির্দেশ। ৪. দিল্লির পাকিস্তানি দূতাবাসে নিযুক্ত সামরিক পরামর্শদাতাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তাদের প্রত্যাহার। ৫. দুই দেশের দূতাবাসে কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা।

ভারতের এই সিদ্ধান্তের জবাবে পাকিস্তানেও নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ডাকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ন্যাশনাল সিকিউরিটি কমিটির (NSC) বৈঠক বসবে। এতে ভারতের পদক্ষেপের জবাবে ইসলামাবাদের পক্ষ থেকে কড়া সিদ্ধান্ত আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট