নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলায় এই দুই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনেয়ালী এলাকা থেকে জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে শাহজাহান আলীকে আটক করা হয়।
আটকের পর সোমবার (২১ এপ্রিল) তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।