নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে হাজী বিরিয়ানি খেয়ে একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বিরিয়ানি খাওয়ার পর গভীর রাতে তাদের মধ্যে বমি ও পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ ব্যক্তিরা হলেন—যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত মোসলেম আলীর ছেলে বাচ্চু হোসেন (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (২৭) ও ছেলে জাহিদ হোসেন (১৩); সদর উপজেলার ইছালী ইউনিয়নের গাঁওভরা গ্রামের লিয়াকত আলীর ছেলে শাহ্ আলম (৩০); এবং রামকৃষ্ণপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে টিপু সুলতান (২৮)। তারা বর্তমানে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন।
অসুস্থ বাচ্চু হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ও তার স্ত্রী-সন্তান হাজী বিরিয়ানি ঘর থেকে বিরিয়ানি কিনে খান। রাত গভীর হতেই তাদের শরীরে সমস্যা দেখা দেয় এবং পরদিন হাসপাতালে ভর্তি হতে হয়।
হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্য বিষক্রিয়াজনিত কারণে পাঁচজনই বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে টিপু সুলতানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।