নিজেস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘খ’ সার্কেল কর্তৃক যশোর জেলার মনিরামপুর থানাধীন সাতনল বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে একজন ব্যক্তিকে আটক করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নিয়াজ মাখদুম, সহকারী কমিশনার (ভূমি), মনিরামপুর, যশোর, মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন যশোর জেলার মনিরামপুর থানাধীন মাছনা গ্রামের মৃত আব্দুল গাজির পুত্র মো: আব্দুস সামাদ (৪৫)। তিনি সাতনল বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েন।
মাদকবিরোধী এই অভিযানে স্থানীয় জনসাধারণের মাঝে সন্তোষ প্রকাশ পায় এবং প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান এলাকাবাসী।