শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

যশোরে নির্বাচনী সহিংসতার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা | যশোর জার্নাল

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, মারপিট ও বোমা হামলার অভিযোগে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকমার হোসেন মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী ছিলেন অনিন্দ্য ইসলাম। ওই সময় ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে হামিদপুর বাজারে অবস্থানকালে আওয়ামী লীগ সমর্থিত আসামিরা আকরাম হোসেন ও তার দলীয় কর্মীদের ওপর হামলা চালান। তারা প্রচারসামগ্রী ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। প্রতিবাদ করলে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং বিএনপি সমর্থকদের কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

৩০ ডিসেম্বর সকালে হামিদপুর মঞ্জুর রশিদের বাড়ির সামনে দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পথে আসামিরা তাদের বাধা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর ৩১ ডিসেম্বর রাতে আকরাম হোসেনের বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি বাধ্য হয়ে ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

রাজনৈতিক প্রভাবের কারণে সে সময় মামলা করা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত