নিজেস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কাছে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ওবায়দুল ইসলাম (২৬), তিনি যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ও হানেফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে ওবায়দুলসহ ৭-৮ জন সীমান্ত অতিক্রম করে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মধুপুর গ্রাম এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বেশিরভাগ পালিয়ে যেতে সক্ষম হলেও ওবায়দুল ও মিকাইল নামে একজন আটকা পড়েন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। পরে ভারতের অংশে ওবায়দুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে মিকাইল রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে বাড়ি ফিরে আসেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিএসএফের পক্ষ থেকে ফোনে একজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। মরদেহটি বর্তমানে ভারতের বাগদা থানায় রয়েছে। মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করতে বলা হয়েছে বিএসএফ ও স্থানীয় থানার সঙ্গে।