নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ক্লে রোড আলতাপোল পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোঃ আখতার হোসেন (৫০), পিতা মৃত জাফর আলী সরদার, কে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে কেশবপুর থানায় আখতার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।