স্টাফ রিপোর্টার:
গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভিকে সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। মঙ্গলবার রাতে যশোর উপশহরের বি ব্লক বাজারসংলগ্ন খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হেলমেট পরিহিত দুজন অজ্ঞাতনামা যুবক মোটরসাইকেলে এসে অভিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদ প্রকাশের কারণে এই হুমকির ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিক ওবাইদুল ইসলাম অভি বুধবার যশোর কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর—১৯১৮, তারিখ—২৩/০৪/২০২৫।
বিষয়টি নিয়ে যোগাযোগ করলে ওবাইদুল ইসলাম অভি জিডির তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় সাংবাদিক মহলে উৎকণ্ঠা বিরাজ করছে।