নিজেস্ব প্রতিবেদকঃ
মাদকবিরোধী অভিযানে যশোরের শার্শা ও ঝিকরগাছা এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। অভিযানে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা।
২২ এপ্রিল ২০২৫ তারিখে অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। শার্শা উপজেলার যাদবপুর (ডকেরবাগান) গ্রামে অভিযান চালিয়ে মোঃ মোয়াজ্জেম হোসেন (৫৮), পিতা- মৃত আখের উদ্দিন, কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, ঝিকরগাছা উপজেলার ছুটিপুর মিস্ত্রিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ সামসুর রহমান (৫৭), পিতা- মৃত কদর আলী মন্ডল, কে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এই দুইটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামান ও উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে যথাক্রমে শার্শা ও ঝিকরগাছা থানায় আলাদা দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
(যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত