নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের চৌগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি আইয়ুব হোসেন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৯ এপ্রিল) রাতে চৌগাছা বাজারে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, রাতে বাজারের একটি দোকানে বসে ক্যারাম খেলছিলেন বাবু। এ সময় র্যাবের এক সদস্য সাধারণ পোশাকে তার সঙ্গে খেলা শুরু করেন। কিছুক্ষণ পর আরও কয়েকজন র্যাব সদস্য সেখানে উপস্থিত হয়ে বাবুকে আটক করেন।
আটকের পর বাবু বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়। থানায় ফের অসুস্থ হয়ে পড়লে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার উন্নতি হলে তাকে পুনরায় থানায় ফিরিয়ে আনা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাসেল জানান, বাবু দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে চৌগাছা থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি আরও জানান, বাবুর পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, একটি ডাকাতি মামলায় র্যাব সদস্যরা বাবুকে আটক করে থানায় হস্তান্তর করেন। পরে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর প্রেক্ষিতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
(যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত