নিজেস্ব প্রতিবেদকঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর 'ক' সার্কেল এর উদ্যোগে আজ যশোর কোতোয়ালি মডেল থানাধীন বারান্দি পাড়া ঢাকা ব্রিজ ও নিরালা পট্টি এলাকায় দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন যশোরের বিরামপুর ইটভাটা এলাকার মৃত সোনা শেখের পুত্র মো. সোহরাব শেখ (৬৫) এবং ঘোলদাহ শেখপাড়া এলাকার শেখ নেছার আলীর পুত্র মো. রাজু আহমেদ (২৮)। তাদের নিকট থেকে যথাক্রমে ১০০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১,৫০০ টাকা।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল আহাদ। মোবাইল কোর্টে মো. সোহরাব শেখকে ১০ দিন ও মো. রাজু আহমেদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদেরকে যথাক্রমে ৪০০ টাকা ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
(যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত