নিজেস্ব প্রতিবেদকঃ
নাভারণে চলন্ত ট্রাকের ওপর গাছের ডাল ভেঙে পড়েছে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা—ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি
রাস্তার দুই পাশে পুরনো গাছগুলো এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে
যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ বাজারের বুরুজবাগান হাইস্কুল সংলগ্ন অংশে আজ একটি কৃঞ্চচূড়া গাছের ডাল হঠাৎ ভেঙে পড়ে একটি চলন্ত ট্রাকের ওপর। এতে ট্রাকসহ আশপাশে থাকা পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
ঘটনার পরপরই শার্শা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের ডাল অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। বর্তমানে সড়কে যান চলাচল সচল রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুই পাশে অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ অবস্থায় তারা দ্রুত এসব গাছ অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
(যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত