বিজয় মাহমুদ, যশোরঃ
ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক প্রথম প্রহর” পত্রিকার যশোর টিমের সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন “দৈনিক প্রথম প্রহর”পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক (হাবিবুর রহমান)
(১২ ই এপ্রিল ২০২৫) শনিবার সকাল ১১ টায় যশোর টিমের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। যশোর টিমের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের আয়োজন করেন “দৈনিক প্রথম প্রহরের” যশোরের ব্যুরো চীফ সাংবাদিক মোঃ সোহেল রানা অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন যশোর জেলা প্রতিনিধি মোঃ মাহমুদ হাসান ।
উপস্থিত ছিলেন যশোর শহর প্রতিনিধি মোঃ তানজিজুল হাকিম তানিন, যশোর চৌগাছা প্রতিনিধি মোঃ আশফুজ্জামান বাবু, যশোর খাজুরা প্রতিনিধি রাব্বি হোসেন,সাজ্জাদুল ইসলাম, প্রতিনিধি মোঃ আবু জার গীফারী, মোঃ রায়হান পারভেজ, আরিফ হোসেন,অভয়নগর প্রতিনিধি মোঃ মাহাদি হাসান, আরো অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ ।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রথম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মহোদয় যশোর টিমের সাংবাদিকের সাথে মূল্যবান বক্তব্য রাখেন তিনি বলেন সততা দিয়ে সাংবাদিকতা করবেন দেশ ও উন্নয়নের কাজ করবেন এটাই স্বচ্ছ সাংবাদিকতা। সাংবাদিক সমাজের দর্পণ একটি জাতির বিবেক তাই সবাই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।