নাজমুল হোসেন রনি,ঢাকাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতকৃত দুটি শিল্পকর্ম আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া মোটিফগুলোর একটি ছিল ফ্যাসিবাদের রূপায়ণ, অন্যটি ছিল শান্তির প্রতীক—পায়রা।
শনিবার (১২ এপ্রিল) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যেখানে শোভাযাত্রার মোটিফ তৈরির কাজ চলছিল, সেখানেই আগুন লেগে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।