নিজস্ব প্রতিবেদক:
রূপান্তরের আয়োজনে এবং সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে যশোরে অনুষ্ঠিত হলো জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা।
বৃহস্পতিবার সকালে যশোরের আরোবপুরে এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না।
উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, রাইট যশোরের সিএমএসএস কৃষ্ণা রানী সাহা এবং আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল।
সভায় প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু প্রকল্পের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল।
আলোচনায় বিগত তিন মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং মানব পাচার প্রতিরোধে আগামী তিন মাসের জন্য একটি সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।