নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা গ্রাম এবং দোহাকুলা ইউনিয়নের শালবরাট এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২,০০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন—জামদিয়া ইউনিয়নের বাররা বিশ্বাসপাড়া এলাকার মৃত খালেক বিশ্বাসের ছেলে মো. আহাদ বিশ্বাস (৫০) এবং দোহাকুলা ইউনিয়নের শালবরাট এলাকার মৃত রেজাউল মোল্লার ছেলে মো. রাজীব হোসেন (৩৫)।
অভিযান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইউসুফ মিয়া। মোবাইল কোর্টে আসামিদের মধ্যে আহাদ বিশ্বাসকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড এবং রাজীব হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজে মাদকের করাল গ্রাস ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।