নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছী গ্রামের হাফিজুর রহমান হাবিবের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন অন্তত ১০-১২ জন যুবক। কানাডায় পাঠানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর মালয়েশিয়ায় পাঠিয়ে দেন তাদের। এদের মধ্যে মো. ওলিয়ার মোড়ল নামে এক যুবক বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা এখন পরিবার নিয়ে নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে, গাইদগাছী গ্রামের মৃত আহমেদ মোড়লের ছেলে ওলিয়ার মোড়ল বিদেশে যাওয়ার আশায় হাফিজুরের মাধ্যমে বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে সুদে টাকা ধার করে দেন। হাফিজুর তাকে জানায়, সে কানাডায় পাঠাবে, আরও কয়েকজন এলাকার মানুষও যাবে। কিন্তু শেষপর্যন্ত কাউকে পাঠানো হয়নি। বরং টাকা নিয়ে হাফিজুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
চরম দেনার ভারে জর্জরিত ওলিয়ার মোড়ল পরে সামান্য কিছু টাকায় মালয়েশিয়ায় গিয়ে একটি কাজে যোগ দেন। কিন্তু দেশে থাকা কিস্তির চাপ ও সুদের টানাপড়েন থেকে মুক্তি মেলেনি। এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে ছিল। অতিরিক্ত মানসিক চাপে পড়ে গত ৩০ মার্চ ২০২৫ তারিখে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ওলিয়ারের মৃত্যুর পর এলাকাবাসী গাইদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বৈঠকে বসে। সেখানে ভুক্তভোগী আরও অনেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। তারা জানান, হাফিজুর রহমান হাবিব (পিতা: মৃত ওজিবুল্লাহ) তাদের কাছ থেকেও কানাডায় পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন:
তারা জানান, হাফিজুর তাদেরও বিভিন্ন দেশে কাজের আশ্বাস দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এখন কেউ বিদেশে যেতে পারেননি, আবার অর্থও ফেরত পাননি। ফলে পরিবার নিয়ে তারা নিদারুণ কষ্টে রয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসী এবং ভুক্তভোগীদের পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও হাফিজুরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।