1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মা নৃত্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৃত্যানুষ্ঠান | যশোর জার্নাল মনিরামপুরে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড | যশোর জার্নাল হাতীবান্ধায় বাংলাদেশি যুবককে চোখে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ | যশোর জার্নাল যশোরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে দুই আসামি গ্রেফতার | যশোর জার্নাল নাভারণে চলন্ত ট্রাকের ওপর গাছের ডাল ভেঙে পড়েছে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা—ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি | যশোর জার্নাল বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শুভেচ্ছা বার্তা যশোর জার্নাল-এর প্রকাশক ও সম্পাদকের পক্ষ থেকে | যশোর জার্নাল “প্রথম প্রহর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে যশোর টিমের হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়” | যশোর জার্নাল দীর্ঘ এক যুগ পর টাউন হল মাঠে বর্ণিল শিল্প ও বাণিজ্য মেলার | যশোর জার্নাল ছাত্রীদের ঘরে সিসিটিভি ক্যামেরা: শার্শার কওমি মাদরাসা সাময়িক বন্ধ ঘোষণা | যশোর জার্নাল ঝিকরগাছায় মাছের ঘেরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার | যশোর জার্নাল

বসুন্দিয়ার মানবপাচারকারী হাফিজুরের ফাঁদে সর্বস্বান্ত বহু পরিবার, কানাডার প্রলোভনে মালয়েশিয়ায় গিয়ে যুবকের মৃত্যু | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছী গ্রামের হাফিজুর রহমান হাবিবের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন অন্তত ১০-১২ জন যুবক। কানাডায় পাঠানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর মালয়েশিয়ায় পাঠিয়ে দেন তাদের। এদের মধ্যে মো. ওলিয়ার মোড়ল নামে এক যুবক বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা এখন পরিবার নিয়ে নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, গাইদগাছী গ্রামের মৃত আহমেদ মোড়লের ছেলে ওলিয়ার মোড়ল বিদেশে যাওয়ার আশায় হাফিজুরের মাধ্যমে বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে সুদে টাকা ধার করে দেন। হাফিজুর তাকে জানায়, সে কানাডায় পাঠাবে, আরও কয়েকজন এলাকার মানুষও যাবে। কিন্তু শেষপর্যন্ত কাউকে পাঠানো হয়নি। বরং টাকা নিয়ে হাফিজুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

চরম দেনার ভারে জর্জরিত ওলিয়ার মোড়ল পরে সামান্য কিছু টাকায় মালয়েশিয়ায় গিয়ে একটি কাজে যোগ দেন। কিন্তু দেশে থাকা কিস্তির চাপ ও সুদের টানাপড়েন থেকে মুক্তি মেলেনি। এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে ছিল। অতিরিক্ত মানসিক চাপে পড়ে গত ৩০ মার্চ ২০২৫ তারিখে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ওলিয়ারের মৃত্যুর পর এলাকাবাসী গাইদগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বৈঠকে বসে। সেখানে ভুক্তভোগী আরও অনেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। তারা জানান, হাফিজুর রহমান হাবিব (পিতা: মৃত ওজিবুল্লাহ) তাদের কাছ থেকেও কানাডায় পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন:

  • মো. জাহাঙ্গীর (পিতা: মীর আবুল হোসেন মন্টু)
  • নূর মোহাম্মদ ব্যাপারী ও ইব্রাহিম হোসেন (পিতা: মুজিবর ব্যাপারী)
  • কাজী বজলুল হক (পিতা: মৃত কাজী আব্দুল হাকিম)
  • কাজী তৌফিক এলাহি সনি (পিতা: কাজী আব্দুল আজিজ)
  • আব্দুর রহমান (পিতা: মৃত জয়নাল মোড়ল)
  • আরও অনেকে।

তারা জানান, হাফিজুর তাদেরও বিভিন্ন দেশে কাজের আশ্বাস দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এখন কেউ বিদেশে যেতে পারেননি, আবার অর্থও ফেরত পাননি। ফলে পরিবার নিয়ে তারা নিদারুণ কষ্টে রয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী এবং ভুক্তভোগীদের পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও হাফিজুরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট