শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

৪০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গৃহবধূ উধাও | যশোর জার্নাল

৪০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গৃহবধূ রুপা উধাও, মামলা দায়েরের ৬ মাসেও আটক হয়নি। ডিবি পুলিশ কে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া এলাকার গৃহবধূ জান্নাতুল ফেরদৌস রুপা নামে এক গৃহবধূ স্বর্ণসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। এঘটনায় সদর কোতয়ালী মডেল থানায় মামলা হলেও ৬ মাসে আটক কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। বাদী আব্দুল মান্নানের আবেদনের প্রেক্ষিতে মামলা জেলা ডিবি কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া জান্নাতুল ফেরদৌস রুপা সদর উপজেলার ভেকুটিয়া এলাকার আব্দুল মান্নানের স্ত্রী এবং সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পঞ্চানন রায়ের মেয়ে।
এঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে সদর কোতয়ালী মডেল থানায় মামলা করলেও গত ৬ মাসে পুলিশ মালামাল উদ্ধার কিংবা আসামী জান্নাতুল ফেরদৌস রুপাকে আটক কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
আব্দুল মান্নান অভিযোগ করে বলেন গত ৭ই জুলাই সকাল সাড়ে আটটার দিকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয় রুপা তারপরে আমি বাইরের কাজ শেষ করে বাড়িতে এসে দেখি আলমারিতে রক্ষিত প্রায় ২২ ভরি স্বর্ণ ৩৫ ভরি রোপা ও নগদ সাড়ে ৬ লক্ষ টাকাসহ মালামাল নিয়ে অজানার উদ্দেশ্য পাড়ি জমান। এর পরে খোজ নিয়ে জানতে পারলাম তার পিতা মাতা ভাই এর সহযোগীতায় অন্যত্রে সংসার করতেই এসব মালামাল চুরি করে নিয়ে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছেন। পরবর্তীতে আইনের দারস্থ্য হয়ে সদর কোতয়ালী মডেল থানায় মামলা দি গত ১৪ আগষ্ট কিন্তু মামলা দায়েরের দীর্ঘ দিন অতিবাহিত হলেও আসামী জান্নাতুল ফেরদৌস রুপা কে আটক কিংবা চোরাই মালামাল পুলিশ উদ্ধার করতে না পারায় হতাশা প্রকাশ করেন। তিনি এবিষয়ে জেলা প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান আরো জানান রুপা ২০০৫ সালে নড়াইল জেলার সদর উপজেলা এলাকার জনৈক লিটু বিশ্বাস কে বিয়ে করেন এবং সেই ঘরে একটা ছেলে সহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে ২০১৩ সালে আমাদের বিয়ে হয়। পঞ্চানন রায়ের মেয়ে রুপা রায় থেকে জান্নাতুল ফেরদৌস রুপা নাম ধারন করেন কিন্তু সুচতুর রুপা মুলত অজ্ঞাত কোন পুরুষের সাথে নতুন করে ঘর বাধার উদ্দেশ্যে ঘরের সমস্ত মালামাল নিয়ে সটকে পড়েছে। তিনি আরো জানান একদিকে মামলা দায়ের করলেও রুপা কে আটক করে মালামাল উদ্ধার তো করতে পারেইনি অপর দিকে রুপা ও তার সহযোগীরা বিভিন্ন ভাবে গুম খুনের হুমকি ধামকি দিচ্ছে বলেও জানান ভুক্তভোগী।

মামলা সুত্রে জানা যায় গৃহবধূ রুপা সর্ণসহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল নিয়ে গা ঢাকা দেই এঘটনায় কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে মামলা করলেও গৃহবধূ রুপা কে আটক কিংবা মালামাল উদ্ধার করতে না পারায় আদালতে বাদীর আবেদনের প্রেক্ষিতে যশোর জেলা ডিবি পুলিশ কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত