শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়াতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে আনন্দ ভ্রমন | যশোর জার্নাল

 

রিপোর্ট-মো: আবি নাঈম ভূঁঞা,ইতালিঃ

ইতালিতে গ্রীষ্ম কালে স্কুল ,কলেজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এ চলে বার্ষিক ছুটি।তাই প্রবাসী রা এই সময় টাকেই বেছে নেয় পিকনিক ও মিলন মেলার। তারই ধারাবাহিকতায় গ্রীষ্মের শেষ সময়ে ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর উদ্দোগে এক আনন্দ ভ্রমন এর আয়োজন করা হয়। সমিতির সদস‍্যরা পরিবার পরিজন নিয়ে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে গোটা দিন অতিবাহিত করে। এই আনন্দ আয়োজন ছিল মূলত ক্রোয়েশিয়ার অত্যন্ত সুন্দর শহর রবিন্জে। যেখানে স্থল এবং জলের দুটো সৌন্দর্যই সকলকে বিমোহিত করে। ক্রুজ শিপে করে দীর্ঘ সাত ঘন্টা শহরের সৌন্দর্য, ছোট বড় অনেকগুলো দ্বীপের সৌন্দর্য এবং সাগরের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আনন্দ ভ্রমনে আসা দর্শনার্থীরা।

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আজাদ খানের সার্বিক তত্ত্বাবধানে আনন্দ আয়োজনের পুরো সময়টাই ছিল আনন্দ উল্লাসে ভরপুর।

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের এই আনন্দ আয়োজন সফল করার জন‍্য সারাক্ষন যারা তৎপর ছিলেন তাদের মধ‍্য অন‍্যতম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম ভুঁইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, ১নং সদস্য শরীফ মৃধা, সহ- সভাপতি জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক নূরে আলম, অর্থ সম্পাদক সারোয়ার সরকার, শামীম আহমেদ, জাকির হোসেন, জব্বার মিয়াজী, মনির হোসেন, সাইফুল ইসলাম।

তাছাড়া আনন্দ আয়োজনটি সফল করার জন্য সার্বক্ষণিক কাজ করে গেছেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের প্রধান পৃষ্ঠপোষক রেহান উদ্দিন দুলাল, নজরুল ইসলাম পাটোয়ারী, পৃষ্ঠপোষক আওলাদ হোসেন, কবির হোসাইন, মমিন ভূঁইয়া, সেলিম হোসেন প্রমুখ।

সবশেষে সকলের মাঝে র্র্যাফেল ড্র এর পুরস্কার বিতরনের ম‍ধ‍্য দিয়ে আনন্দ আয়োজনের সফল সমাপ্তি হয়।
ভক্সপপ
এমন বৈচিত্র্যময় আয়োজন করতে পেরে আয়োজনকারীরা আনন্দিত
আনন্দ ভ্রমনে আসা সকলেই সময় টা উপভোগ করেছে
এমন আয়োজন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস অব্যাহত রাখবে

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত