শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মা’কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার | যশোর জার্নাল

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের উপশহর এলাকায় এক নারীর চার বছরের কন্যাশিশুর গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে মো. হাসান (১৯) নামে এক যুবক। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (১৬ মার্চ) রাত ৯টার দিকে ভুক্তভোগী নারী তার চার বছরের কন্যাকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন। এ সময় পূর্বপরিচিত ভাইয়ের বন্ধু হাসান বাসায় এসে ফোন চার্জ দেয়ার কথা বলে ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ওই নারী রান্নাঘরে চলে গেলে তিনি শিশুর গলায় ছুরি ধরে কান্নাকাটি করতে বাধ্য করেন।

শিশুর কান্নার শব্দ শুনে মা ছুটে এলে আসামি তাকে ঝাঁপটে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। প্রতিরোধ করতে গেলে হাসান ছুরি দিয়ে ওই নারীর হাতে আঘাত করে। পরে ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে কোতোয়ালী থানাধীন মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে হাসানকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মামলার তদন্তভার এসআই মো. আসাদুজ্জামানের ওপর ন্যস্ত করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। পুলিশ অভিযুক্তের দেয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর রক্তমাখা গেঞ্জি ও হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত আসামি মো. হাসান (১৯), পিতা-মৃত আলমগীর হোসেন, সাং-উপশহর (শফিউল্লার মোড়), থানা-কোতোয়ালী, জেলা-যশোর।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত