বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর, ৩০ মার্চ ২০২৫: শহরের যানজট নিরসনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য ও জননিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার করেছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
আজ বিকেলে ৫ ঘটিকার পর থেকে দড়াটানা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তিনি। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে ইফতার তুলে দেন এবং তাদের সঙ্গে ইফতারে অংশ নেন।
নগরবাসীর নিরাপত্তা ও যানজট নিরসনে কর্মরত এসব পুলিশ সদস্যদের প্রতিদিনই ইফতার করতে হয় সড়কেই, পরিবারের সঙ্গে ইফতারের সুযোগ কম পান তারা। এই পরিশ্রম ও ত্যাগের প্রতি সম্মান জানাতেই পুলিশ সুপার ব্যতিক্রমী এ আয়োজন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, “ক” ও “খ” সার্কেলের কর্মকর্তারা, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।