বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

শান্তির রাজনীতি প্রতিষ্ঠায় এখনই একসঙ্গে এগিয়ে চলার সময় :আসিফ সেতু | যশোর জার্নাল

✍ আসিফ সেতু:
প্রকাশক ও সম্পাদক, যশোর জার্নাল||

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মতবিরোধের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা। তবে সময় এসেছে দল-মত নির্বিশেষে একটি সুন্দর ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার। দেশের সামগ্রিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের স্বার্থে এখন প্রয়োজন ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টা।

রাজনীতি মানেই শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়; বরং দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। মতের পার্থক্য থাকবেই, কিন্তু সেটি যদি শালীনতা ও সৌজন্যের মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে। আমরা অতীতে অনেকবার দেখেছি, বিভাজন ও বিদ্বেষের রাজনীতি কেবল অস্থিরতাই ডেকে আনে, যা কোনোভাবেই দেশকে এগিয়ে নিতে পারে না।

নতুন দিনের রাজনীতি হওয়া উচিত উন্নয়ন, মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্রের আদর্শের ওপর ভিত্তি করে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যদি রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ করে, তবে দেশ আরো দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

আজকের বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই অগ্রগতি ধরে রাখা সম্ভব নয়। সুন্দর রাজনৈতিক আহ্বান বলতে আমরা বোঝাতে চাই এমন এক পরিবেশ, যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটি হবে যুক্তিবাদী ও সহনশীল। সংসদ, গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করে গণতন্ত্রকে আরও কার্যকর করতে হবে।

আমরা আশা করি, ভবিষ্যতের বাংলাদেশ এমন এক দেশ হবে, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটি হবে গঠনমূলক, যেখানে ব্যক্তি স্বার্থ নয়, জনগণের স্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। আসুন, আমরা সবাই মিলিতভাবে একটি সুন্দর, সুশৃঙ্খল ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলি—যেখানে থাকবে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধা।

দেশের স্বার্থে ঐক্যবদ্ধ রাজনীতি—এটাই হোক আমাদের মূল আহ্বান।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত