বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
মোঃ জসিম উদ্দিন তুহিনঃ
যশোরের বড় বাজারের এইচএমএম রোডে অবস্থিত লিবার্টি গ্যালারির শোরুমে জুতা কিনতে এসে এক দম্পতি মারপিটের শিকার হয়েছেন। এ সময় গৃহবধূকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামী ঠেকাতে আসলে কর্মচারীরা তাকে বেধড়ক মারপিট করে আহত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার পর। বিক্ষুব্ধ জনতা এ সময় লিবার্টি শোরুমে হামলা চালায়। ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দম্পতি ভুক্তভোগী সাগর জানান, তিনি তার স্ত্রী কে নিয়ে জুতা কিনতে যান। এ সময় একটি জুতায় তার পা লাগে। এতে করে এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জন কর্মচারী এসে তার স্ত্রীকে দোতলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। পরে তিনি ঠেকাতে গেলে তাকেও মারপিট করেন। এতে তার স্ত্রীর পা ভেঙে যায়। এছাড়া তিনি নিজেও জখম হন।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দেখেন ওই দম্পতিকে দোকানের কর্মচারীরা মারপিট করছে।
এ সময় আশপাশের লোকজনও এগিয়ে আসেন। কিন্তু কর্মচারীরা কিছুতেই কারও কথা শুনছিলেন না। এমন সময় পথচারী ও অন্য দোকানের ক্রেতারা এসে প্রতিরোধ গড়ে তোলে। বিক্ষুব্ধ জনতা পাল্টা হামলা চালায় ওই দোকানের কর্মচারীদের ওপর। একপর্যায়ে মেইন গেট আটকে দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরমাঝে সেনাবাহিনীও ঘটনাস্থলে হাজির হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দম্পতিকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।