শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর শহরের রেলরোড এলাকায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সাদী (৩২) নামে এক যুবক। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পঙ্গু হাসপাতালের পেছনে তাকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাদী রেলগেট এলাকার শওকতের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন ও আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী তার কাছে চাঁদা দাবি করেছিল। এর জেরে সোমবার রাতে বাড়ির সামনে তাকে ছয় থেকে সাত রাউন্ড গুলি করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা সাদীকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানিয়েছেন, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছিল, এবং তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এদিকে, এ হত্যাকাণ্ডের পর শহরে উত্তেজনা বিরাজ করছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, এবং জড়িতদের ধরতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।