বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | যশোর জার্নাল
যশোর শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২১ হাজার ৬৩৬ জন। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭০০ জন। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন,
“আগে অনেক প্রতিষ্ঠান পরিচালনা কমিটির চাপে পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নিতে বাধ্য করত। কিন্তু এখন অধিকাংশ প্রতিষ্ঠান অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হওয়ায় শিক্ষকরা আর সেই চাপের মুখে নেই। এছাড়া টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এবার বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে এতে ফলাফল আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে।”
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৯৯টি পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের কড়া নজরদারির মধ্যে এবার পরীক্ষার ফলাফল আগের বছরের তুলনায় ভালো হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।