রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতু চালু হওয়ার আগে যশোর থেকে ঢাকায় আসতে সাধারণত সময় লাগতো ৬ ঘণ্টা। আর যদি দৌলতদিয়া ফেরিঘাটে জ্যাম বাধতো লেগে যেত ২০ ঘণ্টাও।
পদ্মা সেতুতে যানবাহন চলাচলের প্রথম দিনে যশোর থেকে ঢাকায় এসেছেন প্রাইভেটকার যাত্রী মুছা মাহমুদ।
তিনি বলেন, রোববার (২৬ জুন) ফজরের নামাজ পড়ে ভোর ৬টা ১০ মিনিটে রওনা হয়ে যশোর থেকে ঢাকার মতিঝিলে পৌঁছেছি সকাল ৮টা ৪৫ মিনিটে।
২ ঘণ্টা ৩৫ মিনিটে যশোর থেকে ঢাকা এলেও প্রথম দিন বলে পদ্মা সেতুতে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করেছি ১০ মিনিটের মতো।
প্রাইভেটকার যাত্রী মুছা মাহমুদ ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি জানালেন, এ পথে এখনও নড়াইলের কালনা ফেরিঘাট চালু হয়নি। ওখানে লেগেছে ২০ মিনিটের মতো। কালনা সেতু চালু হলে ২ ঘণ্টায় ঢাকা আসা সম্ভব।
যশোর থেকে আসা অপর যাত্রী সাদ্দাম হোসেন মিলন বলেন, পদ্মা সেতু করায় অশেষ কৃতজ্ঞতা বাংলা বাঙালির আশা-ভরসার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে।
যশোর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা আসার পথে পরিবহনগুলো এখনও বাসের রুট পারমিট পায়নি। আগামী সেপ্টেম্বরে যশোর-ঢাকা মহাসড়কের কালনা নদীতে কালনা সেতু নির্মিত হলে এ রুটে বাস চলাচল শুরু হবে।
তবে পরিবহন মালিকরা জানিয়েছেন, যশোর থেকে ফরিদপুর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা আসতে রুট পারমিট নেওয়ার চেষ্টা করছেন। অচিরেই এ রুট দিয়ে যানবাহন চালু হতে পারে।
যশোর জার্নাল// আসিফ সেতু