বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

যশোর খালধার রোডে ভবনের নয় তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা | যশোর জার্নাল

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর শহরের খালধার রোডে নয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে শুকুমার নামের একজন বৃদ্ধ বেক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের খালধার রোড়ের আখপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে আছে।
নিহত শুকুমার খালধার রোডে আব্দুর রহমান কিনার মালিকাধীন নয় তলার তৃতীয়তলার ভাড়াটিয়া।

নিহতের শালিকা রিনা সরকার ও কাজের মেয়ে পারুল জানান, শুকুমার মানসিক রোগী ছিলেন। সপ্তাহ খানেক আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসেছে। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করে। বুধবার বিকালে বিল্ডিংয়ের নয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান শুকুমার দাশের মৃত্যু হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শুকুমার দাশ মানসিক রোগী ছিলেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত