শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর অভিযানে চৌগাছা থেকে ১ কেজি গাঁজা সহ পুল্লাদ আলী ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার তাকে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানান, ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৭ টার সময় উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে চৌগাছা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের তারিনিবাস কদমতলা গ্রাম হতে আসামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) কে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
এই ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।