রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

যশোরে স্বামীর বাঁশের লাঠির আঘাতে নিহত স্ত্রী | যশোর জার্নাল

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী সিজার ওরফে রাকিব পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারায়নপুর গ্রামের সিজার ওরফে রাকিবের সঙ্গে প্রায় ১০-১২ বছর আগে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের ৭-৮ বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে নাজমা খাতুন পিত্রালয়ে চলে যান এবং বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

এরপর সিজার ওরফে রাকিব উপজেলার আন্দুলিয়া গ্রামের রেকসোনা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসার ভালো চললেও, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। পারিবারিক দ্বন্দ্বের জেরে সোমবার সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিজার ওরফে রাকিব বাঁশ দিয়ে রেকসোনাকে আঘাত করেন এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গ্রামের চৌকিদার জামাত আলী জানান, ‘প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে বাঁশের আঘাতে রেকসোনার মৃত্যু হয়েছে। এটি সাধারণ বাঁশের লাঠি ছিল না, বরং ৫-৬ ফুট লম্বা বাঁশের লাঠি দিয়ে মারা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, ‘সকালে শুনলাম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক।

এ বিষয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে, তবে তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে পিতা খুন হওয়ার পর দু’দিনের ব্যবধানে এলাকায় আরও একটি হত্যাকাণ্ড ঘটলো। স্থানীয়রা মনে করেন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণে এমন নৃশংস ঘটনা বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত