শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’ (৩৭) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামির বিরুদ্ধে খুন, অস্ত্র, বিস্ফোরক এবং চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা রয়েছে।
বুধবার (২০ মার্চ) রাত ৯টা ১৫ মিনিটে যশোরের কোতোয়ালী মডেল থানার বেজপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিঃ) আবু হাসান, এসআই (নিঃ) অলক কুমার দে, পিপিএম, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, আসন্ন ঈদ এবং চলমান রমজান উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাইপো রাকিবকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে যশোরের কোতোয়ালী থানায় ৪টি হত্যা মামলা, ৭টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা এবং ২টি চাঁদাবাজির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত রাকিব যশোরের শংকরপুর গ্রামের কাজী তৌহিদুল ইসলামের ছেলে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।