বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় সড়কের পাশে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পাওয়া গেছে একটি মোটরসাইকেল ও হত্যার কাজে ব্যবহৃত বলে ধারণা করা মেহগনি কাঠের টুকরা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ইটভাটা সংলগ্ন সেতাই বালুন্ডা সড়কের পাশে এই লাশ পাওয়া যায়। নিহত যুবকের নাম জামাল হোসেন (২৫), তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাদপুর গ্রামের বাসিন্দা আইয়ুব হোসেনের ছেলে।
ওসি রবিউল বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি কালো রঙের মোটরসাইকেল ও কিছু মেহগনি কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে, যা হত্যার কাজে ব্যবহৃত হতে পারে।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত যুবক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে বলে জানান ওসি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন কাদপুর গ্রামের আলী হোসেন খাঁর ছেলে জাহিদ হাসান। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ওসি রবিউল ইসলাম।
পুলিশ ঘটনাটির গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।