নিজস্ব প্রতিবেদকঃ
যশোর জেলার কোতয়ালী মডেল থানার উপশহর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহমান হাসু (৪৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুর রহমান হাসু যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে মোবাইল কোর্টে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাহাত খান।
মাদকবিরোধী এই অভিযানকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু,
www.jashorejournal.com
ই-মেইলঃ jashorejournal@gmail.com
ফোনঃ +8809696070391
কপিরাইট © যশোর জার্নাল, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত