বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার সংলগ্ন যশোর-নড়াইল মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর শাখার উপপরিচালক মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ঝিনাইদহ জেলার শৈলকুপার পদমদী উত্তরপাড়ার মোঃ কামাল হোসেন (৪৪) এবং তার ভাগিনা হরিনাকুন্ডুর কালিশংকরপুর গ্রামের মোঃ ইকলাস হোসেন (২৭)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।