বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
যশোর, ২৫ মার্চ ২০২৫: যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন আসামিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে এক কেজি গাঁজা উদ্ধারসহ দুই আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৫ মার্চ) শার্শা, কোতয়ালী ও মনিরামপুর থানাধীন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
শার্শা থানায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার
শার্শার যাদবপুর গ্রামে আনসার ক্যাম্পের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম (৬০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি শ্যামলাগাছী মাঝেরপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন উপপরিদর্শক শাহরিয়ার হোসেন।
কোতয়ালীতে মোবাইল কোর্টের অভিযানে সাজা
একইদিন কোতয়ালী থানাধীন বাহাদুরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ মালেক মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ দায়ান আমিন তাকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মনিরামপুরে আরেক আসামিকে কারাদণ্ড
মনিরামপুরের মোহনপুর এলাকায় মোবাইল কোর্টের আরেক অভিযানে মোঃ সেলিম (৩০) কে গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম তাকে সাত দিনের কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।