নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি অভিযানে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
১১ মার্চ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের তত্ত্বাবধানে জেলার কোতোয়ালি ও বেনাপোল পোর্ট থানায় এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে, কোতোয়ালি থানার বারীনগর সাতমাইল বাজার এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়। দ্বিতীয় অভিযানে, একই থানার পুরাতন কসবা লিচুতলা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। তৃতীয় অভিযানে, বেনাপোল পোর্ট থানার রায়পুর দক্ষিণপাড়া এলাকা থেকে আরও ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু,
www.jashorejournal.com
ই-মেইলঃ jashorejournal@gmail.com
ফোনঃ +8809696070391
কপিরাইট © যশোর জার্নাল, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত