সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
মাদকবিরোধী বিশেষ অভিযানে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১,৭৩০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী মডেল থানার রামনগর ইউনিয়নের মুড়লী খাঁ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম ওরফে বিসমিল্লাহ (৪৩) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আছমত আলীর ছেলে। এ ঘটনায় উপপরিদর্শক মো. সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
একই দিনে কোতয়ালী থানার মনিহার টু নিউ মার্কেট রোডস্থ হামদান কাউন্টারের সামনে থেকে মো. মিজানুর রহমান (২৬) ও ফেরদৌস আহম্মদ (২২) নামের দুই ব্যক্তিকে ৭৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং পশ্চিম সাতঘড়িয়াপাড়া এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।