রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
মিরাজ হোসেন তপুঃ
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে মসজিদে ইফতারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ইফতার চলাকালে স্থানীয় দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে একজন ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে অপরজনকে আঘাত করে। এতে আহত যুবককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওহেদুজ্জামান বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।