সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরতলীর খয়েরতলা বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মোট আটজন আহত হন।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন নুরপুর এলাকার বিল্লাল (৩৯), রবিউল (৩৫), রাজু (৩৫) ও মাহিম (১৭)। অপরপক্ষে ছিলেন মনা (৫৫), মিঠুন (৩২), সজীব (৩৫) ও বাবু (৪৫)।
তবে সংঘর্ষ এখানেই থামেনি। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উভয় পক্ষের মধ্যে আবারো মারামারি শুরু হয়, এতে সরকারি সম্পত্তিরও ক্ষতি হয়।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।