নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মৃত আজহার বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় তার চাচাতো ভাইরা পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। তারা কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু,
www.jashorejournal.com
ই-মেইলঃ jashorejournal@gmail.com
ফোনঃ +8809696070391
কপিরাইট © যশোর জার্নাল, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত