বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
আসিফ সেতুঃ মাগুরার মেয়ে আছিয়াকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা অভিযুক্তের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
রবিবার (১০ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলার সামনে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অপরাধীদের দ্রুত বিচার করা না হলে সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. রিজভী, রোহিত, রিফাত, মিরাজ হোসেন তপু, কাইফ, মাসফি, রাহাত, এনামুল, সাইফুল্লাহ, নোভা, মুন্না প্রমুখ। এছাড়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থাকে আরও কঠোর করতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমবে বলে তারা মনে করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।