বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরে বিএনপি ও ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম ড্যাবের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ক্যাম্প পরিদর্শন করেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব ) এর যশোর শাখা এবং স্থানীয় বিএনপির উদ্যোগে শহরের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এই ক্যাম্পে মোট ১ হাজার ৩৭৩ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এ ছাড়া, দুস্থ দু’জন রোগীকে বিনামূল্যে অপারেশন করার ঘোষণা দেওয়া হয়।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব সাবেরুল হক সাবু এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার এসএম শহিদুল হক রাহাত সকালে ক্যাম্প পরিদর্শন করেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ড্যাব নেতারা। যাদের মধ্যে ছিলেন, ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ডা.আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা.হাফিজুর রহমান, ডা.. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডা.মনিরুজ্জামান, ডা.আব্দুল কাদের, ডা.এসএম শাহাবুল করিম, ডা.আ ন ম বজলুর রশিদ টুলু, ডা.তমিজ উদ্দিন শেখ, ডা.ইখলাস, ডা.. শারমিন নাহার পলি, ডা.তাহরিমা খানম তানিয়া, ডা. তানভীর হায়দার তমাল, ডা. শাকির আহমেদ শুভ্র, ডা. দেবাশীষ দত্ত, ডা.মুক্তাদির বিল্লা, ডা.প্যারিস, ডা.ইকবাল হোসেন, ডা.. জেসমিন সুমাইয়া, অধ্যাপক ডা.হারুন অর রশিদ, ডা.রেজওয়ান, ডা.রিফাত, ডা. জয়, ডা.শঙ্কর, ডা.নার্গিস আক্তার, ডা.মাজহারুল ইসলাম রিপন
ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন, ডা.ফারুক এহতেশামুল হক পরাগ, ডা.শাহাবুদ্দিন, ডা.এসএম রবিউল আলম, ডা.সালাউদ্দিন স্বপন, ডা.আল মামুন, ডা.ওহিদুজ্জামান আজাদ, ডা.এমএ গোলাম কিবরিয়া, ডা.মাশফিকুর রহমান স্বপন, ডা.বাদশা, ডা.জামিল।