রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

যশোরে নবাগত নারী পুলিশ সুপারের যোগদান, সেবার মানোন্নয়নে জোর তাগিদ | যশোর জার্নাল

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন জনাব রওনক জাহান। আজ সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নূর-ই-আলম সিদ্দিকী ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান। একই সময়ে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করে।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে এক পরিচিতি সভার আয়োজন করা হয়, যেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নবাগত পুলিশ সুপার জনাব রওনক জাহান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, আর সেটি সম্ভব পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমেই।” পাশাপাশি, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এক্টিভ টহল, ক্রাইম হটস্পট চিহ্নিতকরণ এবং টার্গেট ভিত্তিক চেকপোস্ট কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন।

এছাড়াও, তিনি জানান যে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্মরত পুলিশ সদস্যদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং দক্ষতার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরে পুলিশ সুপার পুলিশ লাইন্স সরেজমিনে পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব মো. রাজিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জনাব আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) জনাব মো. ইমদাদুল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত