শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
ইব্রাহিম হোসেন, যশোরঃ
যশোর শহরের সিটি কলেজ এলাকায় ধারা এর প্রধান কার্যালয়ে ১৬ নভেম্বর শনিবার উঠতি বয়সী স্কুল ছাত্রীদেরকে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিচর্যা বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করে প্রতিষ্ঠানটি।
বয়ঃসন্ধিকালীন সময়ে মেয়েদের যে পরিবর্তন হয় সেই বিষয়ে আলোচনা করা হয়,মেয়ে ওই বয়সে কিভাবে নিজেকে সঠিক ভাবে পরিচালনা করতে পারবে এবং কিভাবে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করতে হবে, কোন কোন বিষয় বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে এবং সচেতন হতে হবে সেই বিষয়ে সতর্কতামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব মোঃ হুসাইন শওকত।
ধারা এর প্রশিক্ষণ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ হুসাইন শওকত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)স্থানীয় সরকার কার্যালয়, খুলনা।
উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম নয়ন পরিচালক আমরা করবো জয়,মো:শামসুজ্জামান পরিচালক মাসুদুর ফাউন্ডেশন, শাহাজা নান্নু সহ -সভাপতি এঢাব যশোর
ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধারা এর নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্ত প্রমুখ।