বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের হামিদপুর স্কুল মাঠে মিরাজ হোসেন তপুর উদ্যোগে ও জিহাদ হোসেনের সার্বিক সহযোগিতায় আজ অনুষ্ঠিত হলো টিযেএক্স(TJX) বাইকার গ্রুপের ইফতার মাহফিল। বাইকারদের এই মিলনমেলা শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল বন্ধুত্ব ও সৌহার্দ্যের এক অপূর্ব সমাবেশ।
ইফতার অনুষ্ঠানে গ্রুপের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাইকার ও অতিথিরাও অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং বাইকারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
ওই সময় উপস্থিত ছিলেন যশোরের ব্যবসায়ী ও যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ সেতু,যশোরের স্বনামধন্য বাইকর ও ভ্লগার মিরাজ হোসেন তবু(টিযেএক্স তপু),জিহাদ হোসেন,হ্যাস হাসিব,
আরও উপস্থিত ছিলেন আলামিন,সাগর, রুবেল, মাহিন, রিজভী, জিহাদ,রানা,রাসেল, হাসিব,সুজন, নুর আলম, অলিদ, নাহিদ, আরাফ, আজিজুল, জুবায়ের, আবির,রায়ান,রকি, ঝন্টু,সহ শতাধিক মোটরসাইকেল প্রেমি।
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“resize”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
ইফতার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ভবিষ্যতে এমন আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।