সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

যশোরে চোখ উড়ানোর পাঁচ ঘণ্টার মধ্যেই আটক | যশোর জার্নাল

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের কোতোয়ালি থানাধীন বকচর এলাকায় নৃশংস হামলার ঘটনায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত মো. সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বকচর করিম পাম্পের সামনে শহিদুল ইসলাম নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্ত। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার ভয়াবহতা বিবেচনায় রেখে একাধিক পুলিশি টিম অভিযানে নামে এবং রাত ১১টা ৫৫ মিনিটে শহরের পালবাড়ি খয়েরতলা মোড় এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানায়, শহিদুল ইসলাম তার আপন খালু এবং তিনি দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে তার স্ত্রী প্রিয়া খাতুনের সঙ্গে শহিদুলের অনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়া, ভিকটিম নাকি দাবি করতেন তার ওপর জীনের ভর আছে এবং সেই জীনের মাধ্যমে তিনি সাদ্দামের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এসব কথায় ক্ষুব্ধ হয়ে সাদ্দাম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার দিন সন্ধ্যায় বকচর এলাকার এক মুদি দোকানের সামনে শহিদুলকে দেখে এগিয়ে যান সাদ্দাম। কিছুক্ষণ কথোপকথন ও হাঁটাহাঁটির পর হঠাৎ শহিদুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বুকের ওপর উঠে পড়েন তিনি। এরপর হাতে থাকা দুই আঙুল দিয়ে তার খালুর চোখ উপড়ে ফেলেন। শহিদুল চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, আর তখনই দ্রুত পালিয়ে যায় সাদ্দাম।

ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃত সাদ্দামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত