বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদকঃ
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামে ঈদের দিন রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে অলিদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
নিহত অলিদ হোসেন নওদাগ্রামের বিশ্বাসবাড়ী মোড় এলাকার হৃদয় হোসেনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন— আরিফ হোসেন (১৭), রিপন হোসেন (৪০), তার ছেলে আপন (১৭) ও শামীম হোসেন (১৭)।
স্থানীয়দের তথ্যমতে, ঈদের দিন রাত আটটার দিকে পাগলাদহ গ্রামে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অলিদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।