বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
যশোর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলা নোয়াপাড়া এল বি টাওয়ারে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটির পরিচিত সভা,শপথ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শ্রমিক আন্দোলনের অভয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দীনের সভাপত্বিতে,সেক্রেটারি মোল্যা মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের যশোর জেলা সাধারণ সম্পাদক গাজী সহিদুল ইসলাম,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সহকারী সেক্রেটারি এইচ এম মহসিন শেখ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের জেলা সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,ইসলামী আন্দোলনের অভয়নগর উপজেলা সভাপতি মোঃ মোকাররম শেখ,এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
আলোচনায় বক্তারা বলেন ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী আন্দোলনের একটি অঙ্গ সংগঠন এই সংগঠনে অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড রয়েছে।ইসলামী শ্রমিক আন্দোলন মানুষের সেবায়,শ্রমিকদের সেবায় কাজ করে চরমোনাই পীর সাহেবর হাতকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ।