রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

মোটরসাইকেলে ছাগল চুরি, যশোরে দুই চোর আটক | যশোর জার্নাল

স্টাফ রিপোর্টার, যশোর:

মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরি করছিল একটি চক্র। তবে এবার তাদের কৌশল কাজে আসেনি। যশোরের বাঘারপাড়ায় চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে চক্রের দুই সদস্য। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামের হাসান খানের ছেলে নিরব খান ও একই উপজেলার দরি মিঠাপুর গ্রামের মৃত বাকি বিল্লাহ শেখের ছেলে আকিদুল শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে একটি প্লাটিনা মোটরসাইকেলে (নড়াইল-হ-১২-৩৭৭৯) করে ছাগল নিয়ে যাচ্ছিল দুই যুবক। ভিটাবল্যা তিন রাস্তার মোড়ে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে টহলরত পুলিশ গতিরোধ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, বাঘারপাড়ার করিমপুর মাঠ থেকে ছাগলটি চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। আরও জানায়, তারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে সুযোগ বুঝে ছাগল চুরি করে দ্রুত পালিয়ে যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, আটক দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত