বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

মার্কিন নির্বাচন: ট্রাম্প ২৪৭, কমলা ২১৪ | যশোর জার্নাল

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১২টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ২১৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। খবর এপির।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ২১৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। এরই মধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প।

নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। এরই মধ্যে দুটিতে জিতে গেছেন ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত