শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পালানোর সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোর জেলা সিআইডি।
গত সোমবার রাত ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আটক আসামিরা হলেন, মুন্সিগঞ্জ জেলার তোফাজ্জ্বল হোসেনের ছেলে নবীন হোসন সাগর ও তার সৎ ভাই চাঁদপুর জেলার কবির সরদারের ছেলে নাহিয়ান হোসেন নাহিদ।
যশোর সিআইডির পরিদর্শক কাজী কামাল জানান, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পলাতক ছিলেন। এ বিষয়ে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানার মামলা করে। পরে সিআইডি যশোর কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।
কাজী কামাল আবার জানান, ডিজিটাল তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক যাচাই-বাছাই করে সিআইডি যশোরের বিশেষ পুলিশ সুপার মহীউদ্দীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি উপ-পরিদর্শক বখতিয়ার রহমানের নেতৃত্বে উক্ত মামলার প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এইভাবে বিগত সময়ে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদের আটকের জন্য জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে আদালতে হস্তান্তর করা হবে।